পথযাত্রা ~ আবু নাঈম || অভিযাত্রী ||

 

পথযাত্রা 

চারদিখে মৃত্যুর উৎসব 

বাতাসে ক্রন্দন কলরব,

ব্যাতিত চিত্ম প্লাবিত দু

আঁখি,আমি রই নির্বাক!

হয়তো এখনি আসবে 

আমারো চলে যাওয়ার

ডাক।


জানি হারিয়ে যাবো 

আমি কালের গর্ভে,

নামবে ধস জীবন গর্বে।

নামখানি মোর হারিয়ে 

যাবে,হবো নিথর লাশ

ধরার পরে মুছে যাবে

আমার ইতিহাস। 


দিনদুনিয়া থাকবে পরে

থাকবো আমি মাটির ঘরে।

পরহইবে সবাই আমার

মুছবে ইতিহাস। 

তবু আজো আছি ডুবে

এই দুনিয়ার মোহে,

সৃষ্টি আমার কিসের লাগি

ভূলে রঙের গৃহে। 


হয়তো বেশি নাইতো সময়

তবু অচেতন, 

দিনে দিনে দিন যে ফুরায় 

ভাবলিনা রে মন!!


কলমেঃ 

তরুণ কবি আবু নাঈম 


অভিযাত্রী নবরূপে সোনালি দিনের! 





                   

Comments

Post a Comment

Popular posts from this blog

অভিযাত্রী কর্তৃক নির্বাচিত "শহিদী গল্প"