পশ্চিমনামা-২ ~ কবি এস এ সরণ | (অভিযাত্রী)

 পশ্চিমনামা 

সামন্তবাদের দিনে বৈরাগ্যবাদের ছলে 
পোপেরা হয়েছিল রাজ্যমালিক
রাজার অত্যাচার,শ্রমিকের অনাহার,
চার্চের আকামে হইলো বিলীন। 

সামন্তবাদ গেলো সেকুলারিজম এলো,
মডার্নিসিজম নিয়ে বসলো তারা
নিজেদের সাজাতে বিশ্বকে কাঁপাতে
 নতুন ফন্দিতে হলো মাতোয়ারা। 

ফেমিনিজম আর গণতন্ত্রকে লিবারেলিজম 
নামে দিলো ছড়িয়ে 
এভাবে বিশ্বকে শাষণ শোষণ করে
 গণতন্ত্রের হাতকরা দিলো পড়িয়ে। 

গণতন্ত্রের ধোকায় পড়িয়াছে যে বোকায় মস্তিষ্কটা
 তার আস্ত গোবর 
গণতন্ত্রের নিচে ক্রুসেডের বাণী থাকে বাকি নেই 
তো এই কথাটি বোঝার।

সিরিয়া, ইরাক,লিবিয়া,আফগানেই 
যে শুধু গণতন্ত্রের দরকার 
মিয়ানমারে যে সামরিক সরকার 
সেখানে তাহাদের নেইতো খবর! 



কলমেঃ 
এস এ সরণ  


 

Comments