অনন্তজীবনের ইচ্ছেরা____(কবিতা)___কবি__আয়েশা সিদ্দিকা মীম

অনন্তজীবনের ইচ্ছেরা 


গোধূলি বেলার লালচে আকাশ

 তব সৃষ্টির অনুপম প্রেরণা

বারেবারে বদলায় রঙটা আকাশের

 মেঘের ঘুড়ি ভুলিয়ে দেয় যত যাতনা


স্নিগ্ধ রাতের এক পশলা বৃষ্টি 

 তব রহমের অনুভূতি

বাড়িয়ে দেয় যত নেক আকুতি

 সেই মনোমুগ্ধকর জান্নাতের প্রতি


সূর্য রাঙা রঙিন প্রভাতে

 এ ছোট্ট জীবন সাজাতে

মন দেই মধুর কুরআনে

তব কন্ঠে পরপারে আর-রহমান শুনতে


ইচ্ছেরা সব পাখির ডানায়

ভর করে যায় পেরিয়ে তেপান্তর

মধুমাখা স্বপ্নে জীবন জড়িয়ে

মেহমান হতে চাই অসীম অনন্তের..।


🖋️লেখিকাঃ

আয়েশা ছিদ্দিকা মীম




Comments

Post a Comment