পতিতার কবি ~এ আ শ্রাবণ || অভিযাত্রী ||
পতিতার কবি
যদিও বেশ ভালো তার কবিতার মান,
সাহিত্য জগতে রয়েছে অনেক অবদান।
কবি-লেখকগন গায় তার গুণগান,
তথাপি সে মানুষরূপী শয়তান।
শালা করেছিলো ঢাবি প্রতিষ্ঠার বিরোধিতা,
ইতিহাস বিকৃত করে বনে গেলো প্রতিষ্ঠাতা।
মুসলিম সাহিত্যিকরা দিচ্ছে তাকে বিশ্বকবি উপাধি,
ধিক্কার জানাই, সে তো ছিলো প্রবল ইসলাম বিরোধী।
৪৩ খানা পতিতার মালিক ছিলো তার পরিবার,
অনৈতিক পন্থায় গড়েছিলো টাকার পাহাড়।
রাতারাতি বনে গেলো ঠাকুর জমিদার,
তবে ইতিহাস দেয় নি কুকর্মের ছাড়।
কার বিষয়ে বলছি বুঝেছ আশা করি,
তবে এ ইসলাম বিদ্বেষীর সাহিত্যচর্চা দাও ছাড়ি।
✍️ কলমে~
তরুণ কবি এ আ শ্রাবণ
অভিযাত্রী ফেইসবুক গ্রুপ থেকে সংগৃহীত।
Comments
Post a Comment