Posts

Showing posts from July, 2021

পথযাত্রা ~ আবু নাঈম || অভিযাত্রী ||

Image
  পথযাত্রা   চারদিখে মৃত্যুর উৎসব  বাতাসে ক্রন্দন কলরব, ব্যাতিত চিত্ম প্লাবিত দু আঁখি,আমি রই নির্বাক! হয়তো এখনি আসবে  আমারো চলে যাওয়ার ডাক। জানি হারিয়ে যাবো  আমি কালের গর্ভে, নামবে ধস জীবন গর্বে। নামখানি মোর হারিয়ে  যাবে,হবো নিথর লাশ ধরার পরে মুছে যাবে আমার ইতিহাস।  দিনদুনিয়া থাকবে পরে থাকবো আমি মাটির ঘরে। পরহইবে সবাই আমার মুছবে ইতিহাস।  তবু আজো আছি ডুবে এই দুনিয়ার মোহে, সৃষ্টি আমার কিসের লাগি ভূলে রঙের গৃহে।  হয়তো বেশি নাইতো সময় তবু অচেতন,  দিনে দিনে দিন যে ফুরায়  ভাবলিনা রে মন!! কলমেঃ  তরুণ কবি আবু নাঈম   অভিযাত্রী  নবরূপে সোনালি দিনের!                     

পশ্চিমনামা-২ ~ কবি এস এ সরণ | (অভিযাত্রী)

Image
  পশ্চিমনামা   সামন্তবাদের দিনে বৈরাগ্যবাদের ছলে  পোপেরা হয়েছিল রাজ্যমালিক রাজার অত্যাচার,শ্রমিকের অনাহার, চার্চের আকামে হইলো বিলীন।  সামন্তবাদ গেলো সেকুলারিজম এলো, মডার্নিসিজম নিয়ে বসলো তারা নিজেদের সাজাতে বিশ্বকে কাঁপাতে  নতুন ফন্দিতে হলো মাতোয়ারা।  ফেমিনিজম আর গণতন্ত্রকে লিবারেলিজম  নামে দিলো ছড়িয়ে  এভাবে বিশ্বকে শাষণ শোষণ করে  গণতন্ত্রের হাতকরা দিলো পড়িয়ে।  গণতন্ত্রের ধোকায় পড়িয়াছে যে বোকায় মস্তিষ্কটা  তার আস্ত গোবর  গণতন্ত্রের নিচে ক্রুসেডের বাণী থাকে বাকি নেই  তো এই কথাটি বোঝার। সিরিয়া, ইরাক,লিবিয়া,আফগানেই  যে শুধু গণতন্ত্রের দরকার  মিয়ানমারে যে সামরিক সরকার  সেখানে তাহাদের নেইতো খবর!  কলমেঃ  এস এ সরণ     

পতিতার কবি ~এ আ শ্রাবণ || অভিযাত্রী ||

Image
  পতিতার কবি    যদিও বেশ ভালো তার কবিতার মান, সাহিত্য জগতে রয়েছে অনেক অবদান।  কবি-লেখকগন গায় তার গুণগান,  তথাপি সে মানুষরূপী শয়তান। শালা করেছিলো ঢাবি প্রতিষ্ঠার বিরোধিতা,  ইতিহাস বিকৃত করে বনে গেলো প্রতিষ্ঠাতা। মুসলিম সাহিত্যিকরা দিচ্ছে তাকে বিশ্বকবি উপাধি,  ধিক্কার জানাই, সে তো ছিলো প্রবল ইসলাম বিরোধী। ৪৩ খানা পতিতার মালিক ছিলো তার পরিবার,  অনৈতিক পন্থায় গড়েছিলো টাকার পাহাড়।  রাতারাতি বনে গেলো ঠাকুর জমিদার,  তবে ইতিহাস দেয় নি কুকর্মের ছাড়। কার বিষয়ে বলছি বুঝেছ আশা করি, তবে এ ইসলাম বিদ্বেষীর সাহিত্যচর্চা দাও ছাড়ি। ✍️ কলমে~  তরুণ কবি এ আ শ্রাবণ   অভিযাত্রী ফেইসবুক গ্রুপ থেকে সংগৃহীত।