হঠাৎ বৃষ্টি || আয়েশা সিদ্দিকা মীম ||
হঠাৎ বৃষ্টি
খরার দাপটে চৌচির মাঠ
ধূলিকনায় অস্থির জীবন,
রসহীনায় ফসল নেতিয়ে পড়ে
দুঃখের দরিয়া হলো কৃষকের মন।
শৈশবের মতো ঘনঘন সে যে
আসে না আর ধরনীর আঙিনাতে,
হাত-পা ছড়িয়ে তার ছোঁয়াতে
করবো দুআ,এলে সে মনের সুখে।
অত:পর...
বিস্মিত করে হঠাৎ ই পুবাকাশে
কালো রঙের মেঘেরা ভাসে,
বাঁজখাই স্বরে,বিজলীর সনে
বারিধারা হয়ে ধরনীতে হাসে।
হাসি ফুটেছে কৃষকের মুখে
সোনার ফসল ফিরে পেয়েছে প্রাণ,
ভালোবাসি আমি,বেশি ভালোবাসি
বৃষ্টিভেজা মাটির ঘ্রাণ।
কলমেঃ
~আয়েশা সিদ্দিকা মীম
Comments
Post a Comment