খুঁজবে আমায়___/আয়েশা সিদ্দিকা মীম [মুক্ত লিখনী]

 খুঁজবে আমায় 


হয়তো সন্ধ্যা তাঁরার মতো

    কোনো এক সাঁঝে

নিকষ কালো মেঘের ফাঁকেও

   আচমকা আমায় খুঁজবে।


সেই ভোরের পাখির মতো

  কোনো রৌদ্রজ্জ্বল দিন 

একটু কুজন শুনতে

ছলছলে নয়নে আমায় খুঁজবে।


সাতরঙা সেই রংধনুর মতো

    কোনো বৃষ্টিস্নাত বিকেলে

একটু আমার ছোঁয়া পেতে

 ব্যাকুলতায় আমায় খুঁজবে।


তারাবিহীন একলা চাঁদের মতো

        একাকি কোনো রাতে

জোছনাবিলাসে রাতদুপুরে

    খুঁজবে আমায় খুঁজবে।



কলমে

~আয়েশা সিদ্দীকা মীম




Comments