সংগ্রামী মায়ের অতিন্দ্র বার্তা........ /মুক্ত লিখনী

 সংগ্রামী মায়ের অতিন্দ্র বার্তা___

হে প্রাণ প্রিয় সন্তানেরা!

হক ও বাতিলের সংঘাতে আমরা আজ দিশেহারা । বাতিল হক্বের লেবাস ধারণ করে সর্বত্র তার মিশন চালু করতে অধির ।

ফলে বাতিল ছেয়ে গেছে চতুর্দিক ।

ধর্ম আর অধর্মের মধ্যে পার্থক্য করা এখন কঠিন । বন্ধুর বেশে এসেছে শত্রু ।

ইহুদী-নাসারার সুদূর প্রসারী চতুর্মুখী হামলায় মুসলিম উম্মাহ আজ পথহারা।


ফলশ্রুতিতে সর্বময় পাপের রাজ্য কায়েম হয়েছে পুরো সমাজে।


ত্যাগের পরিবর্তে ভোগ ।

সাধনার পরিবর্তে বিলাসিতা ।

সাহসের পরিবর্তে ভীরুতা।

সমষ্টিগত চিন্তার পরিবর্তে ব্যক্তি চিন্তা ।

জ্ঞান-বিজ্ঞানের  সবত্র অপব্যবহার ।

মানবতা বিরোধী কর্মকাণ্ডে সমাজ আজ কলুষিত ।


এতো কিছুর পরও আমরা ভুলে গেছি আমাদের সোনালী অতীত। বিক্ষিপ্ত হয়ে  নিজেদের নিয়েই মত্ত আছি ।


ইরান, ইরাক, আফগান, সিরিয়া, ইয়ামেন, কাশ্মীর, আরাকান,ফিলিস্তান সহ পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম ভূখণ্ডে প্রতিনিয়ত কাফের-মুশরিকরা মুসলিমদের ওপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে । বৃষ্টির মতো গুলি আর বোম্বিং করে মুসলিম নারী, শিশু সহ নিরস্ত্র সাধারণ লোকদের হত্যা করছে ।মুসলিমদের প্রথম কিবলাও আজ অবরুদ্ধ !


কাফের-মুশরিকরদের যুদ্ধ ইসলামের বিরুদ্ধে। তাদের যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে।

ক্রুসেডের ইতিহাস মুসলিমরা ভূলে গেলেও কাফেরেরা ভূলে নি ।তারা এখন পরাজয়ের দাগ মুছতে চায়  ইসলামকে পৃথিবী থেকে মুছে দিয়ে।

মুসলিমরা ব্যাটল অফ ট্রুস, লেপান্ত, থিয়েরার ইতিহাস না জানলেও খৃষ্টান সন্ত্রাসীরা তা জানে। মুসলিমরা তাদের বীর আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, মোল্লা ওমর,আদিল ইমামুদ্দিন জঙ্গীর পথ না চিনলেও  নরঘাতক পশু গুলো তাদের চারলস মাটেল , তৃতীয় সেলেস্টাইন , চেঙ্গিস খানের পথ ঠিকই চিনে ।


সুতরাং ; তোমাদেরকে সাহসী হতে হবে ।

এখন থেকেই প্রতিজ্ঞা কর। 

দক্ষতা কাজে লাগিয়ে সফল হও ।

দৃষ্টি ভঙ্গি বদলে ফেলো।

নৈরাশ্য কে আশায় পরিণত কর ।

দুশ্চিন্তা কে বিদায় জানিয়ে প্রফুল্ল থাক।কার্পণ্য পরিহার করে বদান্যতা অবলম্বন কর।

গোস্বা ছেড়ে ধৈর্য্য ধরো ।

নিকষ কালো বিপদের মধ্যেও পবিত্র আনন্দ খুঁজে বের কর ।

আল্লাহর উপর তাওয়াক্কুল করো।

পরিশেষে নিজের ঈমানকে অস্ত্রে পরিনত করে সমস্ত বাধা জয় কর।


দেখবে তুমিও একদিন হতে পারো 

মুহাম্মদ বিন কাসিম ,

তারেক বিন জিয়াদ ,

নুরুদ্দীন জঙ্গী ,

সালাহউদ্দিনের আইয়ুবীর মতো দিক বিজয়ী সিপাহ সালা । যাদের পদ ধুলিতে কেপে উঠতো বাতিলের মসনদ।

ই-ন-শা-আল্লাহ~|| 


" মুক্ত লিখনী  "




Comments