" সোনালী মুখ " __লেখকঃ আরাফাত ইয়াসিন

  ~সোনালী মুখ ~


মা মানে হাজারো স্বপ্ন, 

মা মানে একরাশ অনুপ্রেরণা।

মা মানে ভালোবাসা আজন্ম,

বুকভরা কষ্টেও সন্তানের সুখ করা কামনা।


মা শব্দটি এক অক্ষরের,

কিন্তু এর ওজন,

মাধুর্য্যতা অনেক। 

শব্দটির ভিতরে লুকিয়ে আছে,

কত যে না জাগা রাত, 

হিসেব করতে পেতে হবে বেগ।


এ শব্দের ভিতরে লুকিয়ে রয়েছে, 

অজানা সব মিথ আর রহস্য,

যদি গল্পগুলো শুনে নাও তুমি,

কান্নায় বুক ভাসাবে অবশ্য।


মা শব্দটিতে মিশে আছে গোধুলীর আলোয় ভেজা সোনালী মুখ,

ভোরের রিমঝিম বাতাসে সন্তানের জন্য আঁতকে  উঠা প্রাণ।

প্রিয়দের খুনসুটিতে হারিয়ে যাওয়া তনুমন, 

কষ্ট আর ক্লান্তি ভরা বুক নিয়েও সর্বদাই খাড়া রাখা নিজ  কান।


শত দুঃখের মাঝেও নিজের কোলে রেখে সন্তানের মাথা, 

ছড়া কাটে, কলি কাটে স্নিগ্ধ পূর্ণিমার আলোয়।

ছোট্ট শিশুর ভীষণ কান্না জাদুকরী মন্ত্রে দেয় থামিয়ে,

দূর করে দেয় সকল ঝঞ্ঝা বান সকল ভয়।


শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে অমূল্য রতন, রবের অপার করুণা,

"মায়ের পদতলে সন্তানের বেহেশত"[১] বলে গেছেন ইয়া রাসূলাল্লাহ। 

নয় মাসের ব্যাথার সাগরে উতলে উঠা ভয়ংকর ঢেউ,

পারি দিয়ে যে আপন করেছে আমায় সে মা ছাড়া আর নয়তো কেউ।


মা, চারদেয়ালের মাঝে হাসিখুশি ঘর্মাক্ত দেহ,

মা, জর্জরিত দেহে নিষ্পাপ চকচকে হাসি।

মা, সন্তানের কাছে হাসনাহেনার কড়া সুগন্ধি, 

মা, আমি অধম তোমায় অনেক ভালোবাসি।


[১] "তুমি তার পদযুগল জড়িয়ে থাকো (সেবা করো) কেননা তার পায়ের নিচেই জান্নাত রয়েছে"  [সুনানে নাসাঈ হাদিস ৩১০৪]


🖋️লেখকঃ 

ইয়াসিন আরাফাত 




Comments