Posts

Showing posts from May, 2021

সংগ্রামী মায়ের অতিন্দ্র বার্তা........ /মুক্ত লিখনী

Image
  সংগ্রামী মায়ের অতিন্দ্র বার্তা___ হে প্রাণ প্রিয় সন্তানেরা! হক ও বাতিলের সংঘাতে আমরা আজ দিশেহারা । বাতিল হক্বের লেবাস ধারণ করে সর্বত্র তার মিশন চালু করতে অধির । ফলে বাতিল ছেয়ে গেছে চতুর্দিক । ধর্ম আর অধর্মের মধ্যে পার্থক্য করা এখন কঠিন । বন্ধুর বেশে এসেছে শত্রু । ইহুদী-নাসারার সুদূর প্রসারী চতুর্মুখী হামলায় মুসলিম উম্মাহ আজ পথহারা। ফলশ্রুতিতে সর্বময় পাপের রাজ্য কায়েম হয়েছে পুরো সমাজে। ত্যাগের পরিবর্তে ভোগ । সাধনার পরিবর্তে বিলাসিতা । সাহসের পরিবর্তে ভীরুতা। সমষ্টিগত চিন্তার পরিবর্তে ব্যক্তি চিন্তা । জ্ঞান-বিজ্ঞানের  সবত্র অপব্যবহার । মানবতা বিরোধী কর্মকাণ্ডে সমাজ আজ কলুষিত । এতো কিছুর পরও আমরা ভুলে গেছি আমাদের সোনালী অতীত। বিক্ষিপ্ত হয়ে  নিজেদের নিয়েই মত্ত আছি । ইরান, ইরাক, আফগান, সিরিয়া, ইয়ামেন, কাশ্মীর, আরাকান,ফিলিস্তান সহ পৃথিবীর প্রায় প্রতিটি মুসলিম ভূখণ্ডে প্রতিনিয়ত কাফের-মুশরিকরা মুসলিমদের ওপর নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে । বৃষ্টির মতো গুলি আর বোম্বিং করে মুসলিম নারী, শিশু সহ নিরস্ত্র সাধারণ লোকদের হত্যা করছে ।মুসলিমদের প্রথম কিবলাও আজ অবরুদ্ধ ! কাফের-মুশরিকরদের যুদ্ধ ইসলামে

" সোনালী মুখ " __লেখকঃ আরাফাত ইয়াসিন

Image
  ~ সোনালী মুখ ~ মা মানে হাজারো স্বপ্ন,  মা মানে একরাশ অনুপ্রেরণা। মা মানে ভালোবাসা আজন্ম, বুকভরা কষ্টেও সন্তানের সুখ করা কামনা। মা শব্দটি এক অক্ষরের, কিন্তু এর ওজন, মাধুর্য্যতা অনেক।  শব্দটির ভিতরে লুকিয়ে আছে, কত যে না জাগা রাত,  হিসেব করতে পেতে হবে বেগ। এ শব্দের ভিতরে লুকিয়ে রয়েছে,  অজানা সব মিথ আর রহস্য, যদি গল্পগুলো শুনে নাও তুমি, কান্নায় বুক ভাসাবে অবশ্য। মা শব্দটিতে মিশে আছে গোধুলীর আলোয় ভেজা সোনালী মুখ, ভোরের রিমঝিম বাতাসে সন্তানের জন্য আঁতকে  উঠা প্রাণ। প্রিয়দের খুনসুটিতে হারিয়ে যাওয়া তনুমন,  কষ্ট আর ক্লান্তি ভরা বুক নিয়েও সর্বদাই খাড়া রাখা নিজ  কান। শত দুঃখের মাঝেও নিজের কোলে রেখে সন্তানের মাথা,  ছড়া কাটে, কলি কাটে স্নিগ্ধ পূর্ণিমার আলোয়। ছোট্ট শিশুর ভীষণ কান্না জাদুকরী মন্ত্রে দেয় থামিয়ে, দূর করে দেয় সকল ঝঞ্ঝা বান সকল ভয়। শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে অমূল্য রতন, রবের অপার করুণা, "মায়ের পদতলে সন্তানের বেহেশত"[১] বলে গেছেন ইয়া রাসূলাল্লাহ।  নয় মাসের ব্যাথার সাগরে উতলে উঠা ভয়ংকর ঢেউ, পারি দিয়ে যে আপন করেছে আমায় সে মা ছাড়া আর নয়তো কেউ। মা, চারদেয়ালের মাঝে হাসিখুশি ঘর্মাক্ত