জেগে ওঠো হে বিশ্বাসী! ________/ফারজানা আক্তার কেয়া
জেগে ওঠো হে বিশ্বাসী!
চলছে তোলপাড় চতুর্দিকে
উঠবে কবে সত্যের ঢেউ হৃদয়ে।
জাগবে কবে মুসলিম?
থাকবে আর কত ঘুমিয়ে?
হয়েছে সময় হে মুসলিম,
সিংহশাবকরা ওঠো জেগে।
দাও তুমি হুংকার,
যে হুংকারে আসবে আবার,
বিশ্ব নিখিলে মুসলিমদের অধিকার।
হবে আবার সত্যের জয়গান,
করবে সকলে শান্তিতে বসবাস।
ফিরিয়ে আনতে হবে,
খোলাফায়ে রাশেদিনের,
সেই সোনালি যুগ।
করো তোমরা মিথ্যাকে বয়কট।
🖋️লেখিকাঃ
ফারজানা আক্তার কেয়া
মাশাআল্লাহ! জাঝাকিল্লাহ!
ReplyDelete