পাহাড় ছুবো____/আরাফাত ইয়াসিন
পাহাড় ছুবো মাথার ঘাম পায়ে ফেলে করে যারা কাজ, তাদের বুকে গুলি কেনো বলো আমায় আজ। শিকাগো যেমন রক্তে ভেসেছিলো বহুদিন পূর্বে, বাঁশখালি ও রঞ্জিত হলো রক্তের স্রোতে একই সুরে। বারো ঘণ্টার বদলে আট ঘণ্টার দাবি যেরকম উঠেছিলো, বাঁশখালিতেও ভায়েরা আমার নামাজ ইফতারের সময় চেয়েছিলো। শ্রমিক অধিকার আদায়ের পরেও শ্রমিকেরা কেন শোষিত, কাদের জন্য এত ফাঁকফোকড় কাদের করতে তোষিত। একটি দেশে শ্রমিকেরা না হয় পেলোই পূর্ণ অধিকার, বাংলার মতো অনেক দেশেও শ্রমিকেরা খাচ্ছে প্রহার। নবিজী হতে জানি ঘাম শুকাবার পূর্বেই তাদের দিবো প্রাপ্য টাকা, তবুও শ্রমিক মজুরদের পকেটটা থাকে পুরোই কেনো ফাঁকা? শ্রমিকের উপর হাজারো নিষ্পেষণ বলে না তো তারা কিছুই, হুংকার দিয়ে গর্জে উঠুক যত শোষণই হোক আমরা পাহাড় ছুবোই। ছিনিয়ে আনবো আমাদের অধিকার ঘাম আর রক্ত দিয়ে, আর কত শোষিত হবো এবার প্রতিশোধ নিবো নিজ হাতে নিয়ে। ✍️রচয়িতাঃ আরাফাত ইয়াসিন