Posts

Showing posts from November, 2021

উপলব্ধি ~ মুহসিনাহ তাসনিম লোবা || অভিযাত্রী ||

Image
উপলব্ধি জীবনের বিস্তৃর্ণ বেলাভূমিতে কত শত স্বপ্নের বীজ বোনা। নানা সাগরের বর্ণিল সৈকত  ঝিরি ঝিরি বাতাসের শব্দ। সুনীল আকাশে ভেসে বেড়ানো তুলতুলে ভেজা মেঘতরী শ্যামল নিঃস্তব্ধ বন-বনান্তর মোহমুগ্ধ অন্তরে আমার দিতে পারেনি একবিন্দু সত্যের আলোর বিচ্ছুরণ। মিথ্যার আগল ভেঙ্গে সত্য ও শান্তির খোঁজে শত কষ্টের নির্মমতা পাড়ি দিয়ে হৃদয়ের কোনে শুনি কার বিচরণ ? পাঁজরের ভাঁজে ভাঁজে এ কোন আলোড়ন? বিজয়ের বার্তা এলো বুঝি নির্জীব প্রাণে ঈমানের প্রোজ্জ্বলন। হে রব ! তুমি আমার পাপের পাহাড়ে দিলে রহম বৃষ্টির সিক্ত ধারা। তোমার ক্ষমার বিমুগ্ধতায়  সিজদায় অবনত আমি এক নির্মল - পবিত্র সাহসী সৈনিক। ____________________________ কলমে:- মুহসিনাহ তাসনিম লোবা # অভিযাত্রী_নবরূপে_সোনালি_দিনের